আশুগঞ্জে থানার সামনে বাসচাপায় শিশু নিহত
ঢাকা-সিলেট মহাসড়কে আশুগঞ্জ থানার সামনে যাত্রীবাহী বাসের চাপায় মোহাম্মদ হুসাইন(৫) নামের এক শিশু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার দুপুর ২টায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোহাম্মদ হুসাইনসহ আরও তিন বন্ধু একসঙ্গে জুমার নামাজ পড়ে আশুগঞ্জ থানার সামনের সড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী সোহাগ পরিবহণের একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই হোসাইন মারা যায়। এ সময় সঙ্গে থাকা অন্য দুজন রাস্তা পার হতে সক্ষম হয়। এ ঘটনায় আশুগঞ্জ সোনারামাপুর এলাকায় চলছে শোকের মাতম। হোসাইনের মা-বাবা হোসাইনের শোকে বার বার জ্ঞান হারাচ্ছেন। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কুড়িগর গ্রামে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা বিশ্ব রোডের হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জালাল আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ যায় এবং হোসাইনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ গাড়ি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছেন।