আশুগঞ্জে শিশু হত্যার অভিযোগে সৎমা আটক
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চার বছরের এক শিশুকে হত্যার অভিযোগে সৎমাকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার দুপুরে চেঙ্গামুড়া গ্রামে।
আজ সন্ধ্যায় নিহত শিশু জান্নাতুল মাওয়ার লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে পুলিশ। সে চেঙ্গামুড়া গ্রামের কবির মিয়ার মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সৎমা রুহুনী সকাল সাড়ে ১০টার দিকে সৎমেয়ে জান্নাতুল মাওয়াকে পানিতে চুবিয়ে মেরে বাড়ির পাশে একটি পুকুরে কচুরিপানার নিচে চাপা দিয়ে কাদা দিয়ে ঢেকে বাড়িতে চলে আসে। পাশের বাড়ির এক নারী রুহুনীকে সন্দেহবশত জিজ্ঞেস করে, তুমি তিন বাচ্চা নিয়ে গোসল করতে গিয়েছিলা, এখন দেখছি তোমার সঙ্গে দুই বাচ্চা। আরেক বাচ্চা কোথায়? এতে রুহুনী ঘাবড়িয়ে কোনো কথা না বলে চলে যান। ওই নারীর সন্দেহ হওয়ায় জান্নাতুল মাওয়ার বাবা কবির মিয়াকে তিনি ফোনে খবর দেন। কবির মিয়া বাড়িতে এসে তার দ্বিতীয় স্ত্রী রুহুনীকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন। রুহুনীর কোনো উত্তর না পেয়ে কবির মিয়া বাড়ির পাশে পুকুরে গিয়ে জান্নাতুল মাওয়াকে খুঁজতে থাকেন। প্রায় ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর কচুরিপানার নিচে চাপা দেওয়া অবস্থায় জান্নাতুল মাওয়ার লাশ পান তার বাবা। পরে থানায় খবর দিলে বেলা ৩টায় ঘটনাস্থলে পুলিশ গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে জান্নাতুল মাওয়ার লাশ সন্ধ্যায় আশুগঞ্জ থানায় নিয়ে আসে তারা।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান বলেন, ‘খবর পেয়ে আমি এবং আমার ফোর্সসহ বিকেলে ঘটনাস্থলে উপস্থিত হই। ঘটনার বিস্তারিত খোঁজখবর নিয়ে লাশ নিয়ে থানায় এসেছি এবং এ ঘটনায় জড়িত সন্দেহে জান্নাতুল মাওয়ার সৎমা রুহুনীকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ এবং তদন্ত শেষে প্রকৃত ঘটনা কী তা বলা যাবে। তবে আমাদের প্রাথমিক ধারণা সৎমা এ ঘটনায় জড়িত থাকতে পারে।’