আশুগঞ্জে সাড়ে ৩ কেজি গাঁজা জব্দ, একজন আটক
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সাড়ে তিন কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোল প্লাজা থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন পিরোজপুর জেলার কাউখালী থানার ঝাপাসী গ্রামের মো. জসিম উদ্দিন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজাদ রহমান জানান, গতকাল রাতে আশুগঞ্জ টোল প্লাজায় চৌকির মাধ্যমে তল্লাশি চালিয়ে সাড়ে তিন কেজি গাঁজাসহ জসিম উদ্দিনকে আটক করা হয়।
পরে তাকে গাঁজাসহ থানায় নিয়ে আসা হয়। আসামির বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা করা হয়েছে।