আশুগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম সেতুতে দুর্ঘটনায় তিনজন আহত
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। আজ সোমবার সকালের এ দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট গ্রামের মোহাম্মদ আলাল, মোহাম্মদ জালাল ও মোটরসাইকেলের চালক কিশোরগঞ্জ জেলার ভৈরবের পলতাকান্দা গ্রামের মোহাম্মদ মামুন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সরকারঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজার কাছে আর্মি, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে দেখে মোটরসাইকেলের চালক সেতুর উপর থেকে নামার সময় চেকপোস্ট দেখে মোটরসাইকেলের গতি একটু কমিয়ে দেন। মোটরসাইকেলের গতি কমিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পেছন দিক থেকে আসা একটি নোয়াহ মাইক্রোবাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা চালকসহ তিনজন সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন। আশপাশের লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা দেয়।
এ বিষয়ে দুর্ঘটনায় আহত নাসিরনগরের দুলাল জানান, আজ সকালে তারা দুই ভাই দুলাল ও জালাল দোকানের মুদিমাল নেওয়ার জন্য নাসিরনগর থেকে ভৈরবে আসে। দোকানের মুদিমাল ক্রয় করে নৌকায় উঠিয়ে দিয়ে ভৈরব দুর্জয়মোড় থেকে মোটরসাইকেলে আশুগঞ্জ আসার পথে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’