আশুগঞ্জে ৪৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৪৫ লাখ টাকা মূল্যের দেড় লাখ মিটার কারেন্ট জাল ও পাঁচ সেট চায়না রিং জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে উপজেলা মৎস্য বিভাগ। আজ মঙ্গলবার দুপুরে আশুগঞ্জের মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করে উপজেলা মৎস্য দপ্তর ও নৌপুলিশের সদস্যরা।
পরে জব্দকৃত জালগুলো উপজেলার আড়াইসিধা ইউনিয়নের বাজার চারতলা এলাকায় জনসম্মুখে পুড়িয়ে দেওয়া হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান উপস্থিত ছিলেন।
আশুগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান বলেন, ‘সকাল থেকে দুপুর পর্যন্ত নৌপুলিশের সহায়তায় মেঘনা নদী, চরচারতলা বিল, বাজার চারতলা বিলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেড় লাখ মিটার নিষিদ্ধ অবৈধ কারেন্ট জাল ও পাঁচ সেট চায়না রিং জাল জব্দ করে তা জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৪৫ লাখ টাকা।’