আশুলিয়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে শ্রমিক কলোনির সাত কক্ষ
সাভারের আশুলিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি শ্রমিক কলোনির সাতটি কক্ষ পুড়ে গেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে অন্তত ১০ জন। আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের সুবন্দী তালতলা এলাকার একটি বাড়িতে আজ রোববার ভোর রাতে এ অগ্নিকাণ্ড ঘটে।
এলাকাবাসী বলছে, ওই বাড়ির একটি কক্ষে আজ ভোররাতে হঠাৎ করে আগুন লাগে। এ সময় আগুনের তীব্রতা বেশি হওয়ায় আরও ছয়টি কক্ষে তা ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে মোট সাতটি কক্ষ পুড়ে যায়। পরে খবর পেয়ে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা ফায়ার সার্ভিসের।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, আজ ভোররাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।