আশুলিয়ায় চীনা মালিকানাধীন মোজা তৈরির কোম্পানি বন্ধ ঘোষণা
শ্রমিক বিক্ষোভের মুখে সাভারের আশুলিয়ায় চীনা মালিকানাধীন একটি মোজা তৈরির কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার সকালে ইয়ারপুর ইউনিয়নের মানিকগঞ্জপাড়া এলাকার হুইজু বাইজিয়া গ্লোভ কোম্পানি লিমিটের কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ।
জানা যায়, চীনা মালিকানাধীন মোজা তৈরির কারখানায় প্রায় এক হাজার শ্রমিক কাজ করেন। গতকাল রোববার থেকে কারখানাটির শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ মিছিল করেন। পরে মালিকপক্ষ কোনো সমাধানে না এসে সোমবার সকালে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কারখানার ফটকে নোটিশ লাগিয়ে দেওয়া হয়।
শ্রমিকেরা সোমবার সকালে কারখানায় কাজে যোগ দিতে এসে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখে বিক্ষোভ শুরু করে। পুলিশ তাদের কারখানার সামনে থেকে সরিয়ে দেয়। পরে শ্রমিকেরা ফিরে যান।
কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।