আশুলিয়ায় ‘ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি’, যুবকের মৃত্যু
ঢাকার আশুলিয়ায় ‘ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে’ এক যুবক নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। পুলিশ বলছে—গতকাল সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে আজ মঙ্গলবার তাঁর মৃত্যু হয়।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আসলামুজ্জামান এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘নিহত ওই যুবকের নাম-পরিচয় এখনও আমরা জানতে পারিনি।’
গণপিটুনির ঘটনা প্রসঙ্গে মো. আসলামুজ্জামান বলেন, ‘ঘটনার পর আমরা খবর পাই। খবর পেয়ে আমি সেখানে যাই। গিয়ে দেখি, আশুলিয়ার নবীনগর সেনা কল্যাণ ভবনের পাশের রাস্তায় এক যুবক আহত অবস্থায় পড়ে আছেন। খবর নিয়ে জানলাম, ছিনতাইকারী সন্দেহে বাসের ভেতরে যাত্রীরা তাঁকে গণপিটুনি দিয়েছেন।’
মো. আসলামুজ্জামান বলেন, ‘আহত ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজ চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
আসলামুজ্জামান আরও বলেন, ‘এ ঘটনা সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য জানতে পারিনি। শুনেছি, সাভার পরিবহণের একটি বাসের মধ্যে এ ঘটনা ঘটেছে। যদিও সেই বাসটি খুঁজে বের করা যায়নি। আমরা সিসি ক্যামেরার তথ্য বিশ্লেষণ করছি। আশা করছি, দ্রুতই ঘটনাটি জানতে পারব।’
এ বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এনটিভি অনলাইনকে বলেন, ‘গতকাল আশুলিয়া থানা পুলিশ ওই যুবককে হাসপাতালে নিয়ে আসে। পরে আজ মঙ্গলবার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এখন লাশটি ময়নাতদন্তের জন্য ঢামেকে মর্গে রয়েছে।’