আশুলিয়ায় জাল টাকাসহ গ্রেপ্তার দুই
সাভারের আশুলিয়ায় জাল টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার আমবাগান মধ্যগাজীরচর বাগবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
আজ মঙ্গলবার সকালে এ তথ্য জানিয়েছেন সিপিসি-২ র্যাব-৪-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।
গ্রেপ্তারকৃতরা হলেন ঝালকাঠি জেলার মো. জসিম (৩৫) ও মো. আলাউদ্দিন হোসেন হাওলাদার (৩৪)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল জাল টাকার নোটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই লাখ ৮৩ হাজার টাকার জালনোট, দুটি সিল, দুটি স্ট্যাম্প প্যাড, একটি মোটরসাইকেল, সাতটি মোবাইল ও নগদ নয় হাজার ৪৮০ টাকা জব্দ করা হয়।
এ বিষয়ে সিপিসি-২ র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, ‘ঈদুল আজহাকে সামনে রেখে তারা জালনোট তৈরি করে দেশের বিভিন্ন জায়গায় ব্যবসা পরিচালনা করত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় এ সংক্রান্ত ছয়টি মামলা রয়েছে।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।