আশুলিয়ায় শ্রমিকদের বিরুদ্ধে মারধর-ছিনতাইয়ের অভিযোগ মালিকপক্ষের
বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি পালন করছিলেন আশুলিয়ার আসকারী ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা। কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, ওই সময় কর্মবিরতির কারণ জানতে চাইলে শ্রমিকদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শ্রমিকেরা কারখানার পরিচালক ও অ্যাডমিন ম্যানেজারকে মারধর করে নগদ অর্থ ও মোবাইল ফোনসহ স্বর্ণের চেন ছিনতাই করে পালিয়ে যান।
এরই মধ্যে, ২৬ জন শ্রমিককে অভিযুক্ত করে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছে মালিকপক্ষ। কারখানার পরিচালক আবু জাফর তুষার ও অ্যাডমিন ম্যানেজার মাসুম বিল্লাহ গতকাল রোববার রাতে এ অভিযোগ করেন।
এদিকে, এমন অভিযোগ প্রত্যাহারের দাবিতে আজ সোমবার সকালে ওই ২৬ শ্রমিক কারখানার সামনে অবস্থান নিয়েছেন। অভিযোগ প্রত্যাহার না করা হলে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
শ্রমিকদের দাবি, বেতন না পেয়ে তাঁরা কর্মবিরতি পালন করলে মালিকপক্ষ তাঁদের হুমকি-ধামকি দিয়ে ভয়ভীতি দেখিয়েছে। এ ব্যাপারে শ্রমিকপক্ষ থেকেও শিল্প পুলিশের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
আশুলিয়ার আউকপাড়া এলাকায় আসকারী ফ্যাশন লিমিটেড নামের ওই পোশাক কারখানাটিতে প্রায় তিন শতাধিক শ্রমিক কাজ করেন। গত ৭ মার্চ ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন না পেয়ে শ্রমিকেরা কারখানায় কর্মবিরতি পালন করেন। এ সময় মালিকপক্ষ ১৬ মার্চ বেতন দেওয়ার কথা বললে শ্রমিকেরা তা মেনে নিয়ে কাজে যোগদান করেন। পরে ১৬ মার্চ বেতন না পেয়ে শ্রমিকেরা আবার কর্মবিরতি শুরু করলে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের কাছে কর্মবিরতির কারণ জানতে চান। মালিকপক্ষের দাবি, ওই সময় কথা কাটাকাটির একপর্যায়ে শ্রমিকেরা কারখানার পরিচালক এবং অ্যাডমিন ম্যানেজারকে মারধর কর নগদ অর্থ ও মোবাইল ফোনসহ স্বর্ণের চেন ছিনতাই করে পালিয়ে যান। পরে ২৬ জন শ্রমিককে আসামি করে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করে মালিকপক্ষ।
কারখানাটির মালিক এমন অচলাবস্থা দূর করে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। এদিকে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।