আশুলিয়ায় স্ত্রীর স্বীকৃতি চেয়ে অন্তঃসত্ত্বা নারীর অনশন
সাভারের আশুলিয়ার জামগড়া মোল্লাবাড়ি এলাকায় আমীর হোসেন মোল্লা নামের এক ব্যক্তির কাছে স্ত্রীর স্বীকৃতি চেয়ে দুদিন ধরে অনশন করছেন রুবাইয়া আক্তার পুষ্পিতা নামের এক অন্তঃসত্ত্বা নারী। গতকাল শুক্রবার দুপুর ১২টা থেকে অনশন শুরু করেন তিনি।
জানা গেছে, আমীর হোসেন মোল্লা আশুলিয়ার জামগড়া এলাকার বাসিন্দা। এ ছাড়া রুবাইয়া আক্তার পুষ্পিতা পাশের গ্রামের বাসিন্দা।
পুস্পিতার দাবি, দীর্ঘদিন সম্পর্ক করে আট মাস আগে পাঁচ লাখ টাকা দেনমোহরে আদালতের মাধ্যমে আমীর হোসেন মোল্লাকে বিয়ে করেন তিনি। বিয়ের পরে পুস্পিতার বাবার বাড়িতেই ছিলেন দুজন। বর্তমানে পুষ্পিতা অন্তঃসত্ত্বা হলে এই বিষয়টি আমীরকে জানান। পরে আমীর স্ত্রী হিসেবে মেনে নিতে বিভিন্নভাবে তাল-বাহানা শুরু করতে থাকেন। একপর্যায়ে আমির বলে, ‘আমার মা-বাবা মেনে না নিলে আমি কিছুই করতে পারব না।’ তাই স্ত্রীর স্বীকৃতির দাবিতে ঘরে প্রবেশ করলে আমার শাশুড়ি বের করে দেন।
এদিকে, রুবাইয়া আক্তার পুষ্পিতার খালা বলেন, ‘গতকাল শুক্রবার সকালে আমাদের না বলে বাসা থেকে বেড়িয়ে আসে পুষ্পিতা। পরে আমরা খোঁজ নিয়ে জানতে পারি, ও স্ত্রীর স্বীকৃতি চেয়ে তাঁর স্বামীর বাড়িতে গিয়ে অবস্থান করছে।
অন্যদিকে আমীরের মা জানান, আমি বিষয়টি শুনেছি যে, আমার ছেলে বিয়ে করেছে। কিন্তু এই মেয়েকে আমার পুত্রবধূ হিসেবে কখনও মেনে নেব না। এই মেয়ের গর্ভে যদি আমার ছেলের সন্তান থাকে, তাহলে আমি আমার নাতিকে নিয়ে আসব।’
দিকে আমীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ঘর থেকে বের হননি। এমনকি তাঁর মুঠোফোনে বার বার ফোন করা হলেও তিনি ধরেননি।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. জিয়াউল ইসলাম জিয়ার সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি। এখনই পুলিশ পাঠিয়ে ব্যবস্থা নিচ্ছি।’