আশ্বাসে সড়ক ছেড়েছে শিক্ষার্থীরা
অর্ধেক বাস ভাড়া কার্যকরের আশ্বাসে সড়ক ছেড়েছে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। বেলা আড়াইটার দিকে শিক্ষার্থীরা সড়ক ছাড়লে রাজধানীর বনানী ও আশপাশ এলাকার যানজট কমে। শুরু হয় যান চলাচল।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বনানী থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।
জানা গেছে, আগামী বৃহস্পতিবার মালিকপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকেরা বসে যৌক্তিক ভাড়া নির্ধারণ করবেন। আর এমন আশ্বাসে আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে সড়ক ছেড়ে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।
ঢাকার চাকা পরিবহণ পরিচালনা পরিষদের প্রধান নির্বাহী দেওয়ান কুতুবউদ্দিন বলেন, চক্রাকার রুটে আড়াই কিলোমিটার দূরত্বে ভাড়া নেওয়া হচ্ছিল ৩০ টাকা। এ ভাড়া নিয়ে আপত্তি থাকায় শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছিল। বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষার্থীদের কাছ থেকে ২০ টাকা ভাড়া নেওয়া হবে। বৃহস্পতিবার সবাই মিলে বসে যৌক্তিক ভাড়া নির্ধারণ করা হবে।
তবে শিক্ষার্থীদের এমন ঘোষণার পর যখন টিকিট কিনতে কাউন্টারে যান, তখন ভাড়া ২৫ টাকা করে চান কাউন্টারের লোকজন। প্রতিবাদে কাউন্টার ও যাত্রী ছাউনি ভাঙচুর, বাসের কাচ ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
শিক্ষার্থীদের অভিযোগ, আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে বাস মালিক, স্থানীয় কাউন্সিলর ও পুলিশ সদস্যরা। ওই বৈঠকেই আগামী বৃহস্পতিবার পর্যন্ত ২০ টাকা করে ভাড়া নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ওইদিন হাফ ভাড়া কার্যকরে বৈঠকেরও সিদ্ধান্ত হয়। এমন ঘোষণায় আন্দোলন স্থগিত করেন তারা। কিন্তু, কাউন্টারে গিয়ে দেখে, ২৫ টাকা করে ভাড়া চাচ্ছেন। এ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা ভাঙচুর করে।
জানা গেছে, বনানী পোস্ট অফিসের সামনে সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সে সময় শিক্ষার্থীদের হাতে ‘হাফ পাস চাই’ ও ‘হাফ পাস ভাড়া নিয়ে কোনো টালবাহানা চলবে না’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়। এ নিয়ে তারা স্লোগান দেয়।