আসন্ন ঈদে চাঁদাবাজি-চুরি-ডাকাতি রোধে অভিযান চলবে : র্যাব
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ছিনতাই-ডাকাতি বাড়তে পারে। শুধু তাই নয়—কোরবানির ঈদ ঘিরে মহাসড়কে গরুর ট্রাককেন্দ্রিক চাঁদাবাজি বেড়ে যায়। র্যাব বলছে—ঈদকে কেন্দ্র করে সড়কে চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাই রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি সজাগ থাকবে এবং অভিযান পরিচালনা করবে।
রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আজ শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।
খন্দকার আল মঈন বলেন, ‘আসন্ন ঈদ ঘিরে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি রোধে আমাদের তিক্ষ্ণ নজর থাকবে। যেখান থেকে বা যেভাবে আমরা খবর পাব, এসব অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হবে। অভিযান চালানো হবে।’
খন্দকার আল মঈন আরও বলেন, ‘গত রোজার আগেও আপনারা দেখেছেন—মহাসড়োকে চাঁদাবাজির অভিযোগে র্যাব-৩ বেশকিছু চাঁদাবাজ গ্রেপ্তার করেছিল। এ ছাড়া র্যাবের বিভিন্ন অভিযানে র্যাব পাঁচ শতাধিক চাঁদাবাজ গ্রেপ্তার করেছে। এরা অস্ত্রের মুখে চাঁদাবাজি করে।’
খন্দকার আল মঈন আরও বলেন, ‘ঈদকে কেন্দ্র করে এক শ্রেণির ডাকাত চক্র সক্রিয় হয়। তারা কোরবানির গরুর ট্রাক ছিনতাইয়ের চেষ্টা করে। ট্রাক থেকে গরু ছিনতাইয়ের চেষ্টা করে। র্যাবের গোয়েন্দা বা র্যাব সদস্যেরা তৎপর রয়েছেন, যারা মহাসড়কে চাঁদাবাজি বা ডাকাতি করে তাদের প্রতি। এসবের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এবং আগামী সময়ে আমরা আরও বেশি অভিযান পরিচালনা করব।’