আসামি ধরতে গিয়ে মারধর, তিন পুলিশসহ চারজন বরখাস্ত
রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় আসামি ধরতে গিয়ে মারধর করার অভিযোগে তিন পুলিশ সদস্য ও একজন আনসারকে বরখাস্ত করা হয়েছে। তাদের চারজনকে আজ শনিবার সাময়িক বরখাস্ত করা হয়।
আজ শনিবার বিকেলে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।
বরখাস্তরা হলেন- যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার, কনস্টেবল শওকত ও নারী কনস্টেবল নবনীতা। তবে আনসার সদস্যের নাম নিশ্চিত হওয়া যায়নি।
মাজহারুল ইসলাম বলেন, ‘যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় এক মামলার আসামি ধরতে গিয়ে মারধর করা হয়। এটা অপেশাদার আচরণ। এটা হতে পারে না। সেজন্য ঘটনাস্থলে যাওয়া তিন পুলিশ ও আনসার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’
ওসি আরও জানান, ‘তিন পুলিশ সদস্যকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) সংযুক্ত করা হয়েছে। আর আনসার সদস্যকে তার বাহিনীতে ফেরত পাঠানো হয়েছে। এ ঘটনায় ওয়ারি বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কামরুল ইসলামকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
এ ব্যাপারে কামরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদককে বলেন, ‘শুনেছি একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কিন্তু কাকে কি করা হয়েছে, তা জানি না।