আসিফ নজরুলের বিরুদ্ধে শাহবাগ থানায় ছাত্রলীগের জিডি
আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের পরিস্থিতির সঙ্গে বাংলাদেশকে যুক্ত করে বক্তব্য দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসিফ নজরুলের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলার আবেদন করেছে ছাত্রলীগ। শাহবাগ থানা এটিকে প্রাথমিকভাবে সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে অন্তর্ভুক্ত করেছে।
ছাত্রলীগের পক্ষে সংগঠনটির মানবসম্পদ উন্নয়ন সম্পাদক নাহিদ হাসান শাহিন মামলার আবেদন করেন। এরপর গতকাল বুধবার সন্ধ্যায় শাহবাগ থানা এটিকে জিডি হিসেবে অন্তর্ভুক্ত করে। এ সময় ছাত্রলীগের আইন সম্পাদক ফুয়াদ হোসেন শাহাদাতসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।
মামলার আবেদনে নাহিদ বলেন, গত ১৭ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসিফ নজরুল তাঁর ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসটি রাষ্ট্রের ভাবমূর্তি, সুনাম ও দেশের আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারে বলে মনে করি। তাঁর স্ট্যাটাসটি শুধু রাষ্ট্রের ভাবমূর্তি নয় বরং আক্রমণাত্মক তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়িয়ে আইনশৃঙ্খলার অবনতি করে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে তরুণ সমাজকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করতে এবং দেশের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করার মাধ্যমে শান্তি বিনষ্ট করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার সহায়ক।
স্ট্যাটাসের বিষয়ে আসিফ নজরুল বলেন, ‘আমার স্ট্যাটাসে শুধু সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে। এখানে কারও সংক্ষুব্ধ হওয়ার মতো কিছু আছে বলে আমি মনে করি না।’
মামলার আবেদনের বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, ‘এ বিষয়ে একটি মামলার আবেদন করা হয়েছে। এটিকে আমরা জিডি হিসেবে গ্রহণ করে সাইবার ক্রাইম ইউনিটে পাঠাব। সেখানকার রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে অধ্যাপক আসিফ নজরুলের ওই ফেসবুক স্ট্যাটাসের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে তাঁর কক্ষে তালা ঝুলিয়ে দেয় বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। এ ছাড়া ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় আসিফ নজরুলকে গণধোলাইয়ের হুমকি দেন।
অন্যদিকে, অধ্যাপক আসিফ নজরুলের কক্ষে তালা ও গণধোলাইয়ের হুমকির প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদ।