আহতদের দেখতে ঢামেক হাসপাতালে বিএনপির সালাম-ইশরাক
রাজধানীর গুলিস্তানের পাশে নর্থসাউথ রোডের সিদ্দিক বাজারে বিস্ফোরণে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেন।
আজ মঙ্গলবার (৭ মার্চ) রাতে তারা হাসপাতালে যান। বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এসময় স্থানীয় কাউন্সিলর মো. মামুন, মহিলা কাউন্সিলর পুতুল সুলতানাসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন বলেও জানান তিনি।