ইউক্রেন থেকে হাদিসুরের মরদেহ আনতে সময় লাগবে : পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘এমভি বাংলার সমৃদ্ধি’জাহাজে রকেট হামলায় নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেনের একটি হাসপাতালের হিমাগারে সংরক্ষণ করা হয়েছে। প্রক্রিয়াগত কারণে তার মরদেহ দেশে আনতে একটু সময় লাগবে।’
আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সংবাদ সম্মেলনে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত সফরের বিষয়ে জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, ‘ইউক্রেন থেকে ২৮ নাবিককে রোমানিয়ায় নেওয়া হয়েছে। তারা সেখানে ভালো আছেন। শিগগিরই তাদের দেশে ফিরিয়ে আনা হবে।’
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে যুদ্ধ নয়, শান্তি চাই। আমরা শান্তির পক্ষে। আলোচনার মাধ্যমে উভয়পক্ষই শান্তিপূর্ণ অবস্থানে আসবে বলে আমরা আশা করছি।’
ইউক্রেনে আটকেপড়া বাংলাদেশি নাগরিকদের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা যতটা জানতে পেরেছি, এখনো ইউক্রেনে একশর মতো বাংলাদেশি নাগরিক রয়েছে। এছাড়া প্রায় নয়শর মতো বাংলাদেশি নাগরিক সীমান্ত পাড়ি দিয়ে আশেপাশের দেশগুলোতে গিয়ে আশ্রয় নিয়েছে।’