ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ডিজিটাল সেন্টার ভাঙচুর-লুটপাটের অভিযোগ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে মধুমতি এজেন্ট ব্যাংকিং-এর আউটলেটে লুটপাট ও ভাঙচুরের পর তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযুক্ত চেয়ারম্যানের নাম শহীদুল ইসলাম অন্তর। তিনি গৌরীপুর অচিন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন অচিন্তপুর ইউনিয়নের ওই ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হাশিম উদ্দিন।
অভিযোগে জানা যায়, ২০১০ সাল থেকে হাশিম উদ্দিন ওই ডিজিটাল সেন্টারটি পরিচালনা করে আসছিলেন। গত ৩ জুন সকালে তাঁর এক আত্মীয় তাঁকে ফোন করে জানান যে অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম অন্তর, জুয়েল মিয়া ও হাবিবুর রহমান মিলে সেন্টারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন। পরে একটি ল্যাপটপ, একটি ডেস্কটপ, একটি প্রিন্টার্স, একটি ফটোকপিয়ার মেশিন, একটি রাউটার এবং এজেন্ট ব্যাংকের লেনদেনের নগদ ৮০ হাজার টাকা ও কাগজপত্র লুট করে নিয়ে যান। তিনি খবর পেয়ে তাঁর সেন্টারে গিয়ে দেখেন নতুন তালা ঝুলানো। এ ঘটনার জন্য স্থানীয় লোকজন চেয়ারম্যানসহ ওই তিন ব্যক্তির জড়িত থাকার কথা জানায় তাঁকে। পরে তিনি এ ঘটনায় গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।
ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হাশিম বলেন, ‘মধুমতি ডিজিটাল ব্যাংকিংয়ের ওই সেন্টারের মাধ্যমে মাতৃত্বভাতার টাকা বিতরণ করা হয়। সেই টাকাটাও লুট করে নিয়ে গেছে। এ ছাড়া লুটকৃত মালামাল সবই সরকারি।’
এদিকে, এ অভিযোগের ব্যাপারে অভিযুক্ত চেয়ারম্যানকে ফোন দেওয়া হলে তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ আজ বিকেলে এনটিভি অনলাইনকে বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’