ইউপি নির্বাচনের দাবিতে বাগেরহাটে সড়ক অবরোধ
বাগেরহাটের মোরেলগঞ্জে একটি ইউনিয়নে সাধারণ নির্বাচনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। আজ সোমবার সকালে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের কেয়ার বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
ঘণ্টাব্যাপী এ অবরোধে দূরপাল্লারসহ স্থানীয় বহু যানবাহন সড়কে আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে অবরোধকারীদের সরিয়ে যান চলাচলা স্বাভাবিক করে।
নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের স্থগিত থাকা নির্বাচন দ্রুত সম্পন্ন করার দাবিতে ইউনিয়নের সব মেম্বার পদপ্রার্থী ও ক্ষুব্ধ শত শত মানুষ অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করে।
প্রথম ধাপের তফশিলে এ ইউনিয়নের নির্বাচন হওয়ার কথা ছিল। ওই সময় বর্তমান চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু আওয়ামী লীগের মনোনয়ন পেতে ব্যর্থ হয়ে বিদ্রোহী প্রার্থী হন। পরে প্রার্থিতা প্রত্যাহার করে তিনি মামলা করলে আদালত সেই নির্বাচন স্থগিত করে।
অবরোধে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার খান। বক্তৃতা করেন ইউনিয়ন যুবলীগের সভাপতি শামীম তালুকদার, মোস্তাফিজুর রহমান বাবুল, ফরিদুল ইসলাম, নুরুল ইসলাম মল্লিক, পারভিন বেগম ও ফরিদা বেগম।