ইজিবাইকের চালকে জবাই করে হত্যা, গ্রেপ্তার ৪
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার মঠবাড়ি এলাকায় এক ইজিবাইক চালককে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল শনিবার চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। আজ রোববার (২১ মে) রাজধানীর পুরান ঢাকার জনসন রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।
গ্রেপ্তারকৃতরা হলেন—জনি (২০), শারাফাত (২০), ইব্রাহিম চান (২১), সাব্বির হোসেন মেহেদী (২২)।
পরে গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা সুইসগিয়ার চাকু, আসামিদের ব্যবহৃত রক্তমাখা সিএনজি ও লুণ্ঠিত ইজিবাইক উদ্ধার করা হয়।
মো. আসাদুজ্জামান বলেন, ‘গত শুক্রবার সকাল ৬টার দিকে স্থানীয়রা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ফোন করে জানায়, মঠবাড়ী পদ্মা রেলওয়ে সেতুর নিচে সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিনের পরিত্যক্ত ইটের খোলার ভিতরে একটি গলাকাঁটা মরদেহ পড়ে রয়েছে। পরে পুলিশ তা উদ্ধার করে।
মৃতদেহটি একই ইউনিয়নের পালিরা গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে শাকিলের (১৭)। শাকিলের পরিবারের সদস্যরা সেটি শনাক্ত করে।
মো. আসাদুজ্জামান বলেন, ‘পুলিশ মৃতদেহের সুরতহাল রিপোর্ট করার সময় দেখতে পায়, নিহত শাকিলেকে জবাই করে হত্যা করা হয়েছে। তার মাথা দেহ থেকে প্রায় বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। পিঠে ১১ বার ছুরিকাঘাত করা হয়েছে। পেটের ডান পাশে ছুরিকাঘাত করায় নাড়ি ভুড়ি বের হয়ে গেছে। এ ঘটনায় পরবর্তীতে শাকিলের বড় বোন সীমা (২৪) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। তদন্তে নেমে তথ্য-প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে শনাক্ত করে পুলিশ। এর ধারাবাহিক অভিযান চালিয়ে হত্যাকান্ডে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়।’
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িতরা নিজেদের দায় স্বীকার করেছে উল্লেখ করে পুলিশ সুপার বলেন, ‘হত্যায় জড়িত এই গ্যাংয়ের সদস্যরা সবাই মাদকাসক্ত।’