ইটভাঙা মেশিনে চাপা পড়ে দুই স্কুলছাত্র নিহত
সিরাজগঞ্জে ইট ভাঙার মেশিন নিয়ন্ত্রণ হারিয়ে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। আজ বুধবার দুপুরে সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো সদর উপজেলার বহুলী ইউনিয়নের দেউজি গ্রামের শামীম শেখের ছেলে নাঈম (১৪) ও একই গ্রামের রফিকুল ইসলাম রফির ছেলে মেহেদী হাসান (১৩)।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, স্কুল বন্ধ থাকায় নাঈম ও মেহেদী ইট ভাঙার কাজ করছিল। দুপুরে কাজ শেষে ইটভাঙার মেশিনে করে বাড়ি ফেরার পথে ডুমুর এলাকায় মেশিনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়। অপরজনকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহউদ্দিন ফারুকী বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত একজনের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। হাসপাতালে নেওয়ার পথে মৃত অন্যজনের মরদেহ থানায় আনার পর মর্গে পাঠানো হবে।’