ইডেনে পুনরায় সংঘর্ষ, আহত ছাত্রলীগ সভাপতি রিভা
ইডেন মহিলা কলেজের হলে সিট বাণিজ্য ও তা নিয়ে গণমাধ্যমে কথা বলাকে কেন্দ্র করে কলেজ ছাত্রলীগের দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার দিনগত রাতে মারামারির ঘটনার পর আজ রোববার দুপুর থেকে পুনরায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে।
এ সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও যুগ্ম সাধারণ সম্পাদক ঋতু আক্তার। আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ইডেন কলেজ প্রশাসন অ্যাম্বুলেন্সে করে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়।
বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) বাচ্চু মিয়া বলেন, ‘তামান্না জেসমিন রিভা আহত হয়ে ঢামেক হাসপাতালে এসেছেন। তাঁর সিটিস্ক্যান করা হবে। তিনি এখন সিটিস্ক্যান কক্ষে রয়েছেন। সম্ভবত মাথায় আঘাত পেয়েছেন। এ ছাড়া ঋতু আক্তারও সামান্য আঘাত পেয়েছেন।
জানা গেছে, রোববার বিকেলে ইডেন কলেজের অডিটোরিয়ামের সামনে সংবাদ সম্মেলনে কথা বলা নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত দশজন আহত হন। যে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে চলেছে, তাদের দু-পক্ষেই দাবি; এক পক্ষ ক্যাম্পাসে থাকবেন, আরেক পক্ষ ক্যাম্পাস থেকে বের হয়ে যাবেন।
কলেজের দুই নম্বর গেটের সামনে একটি পক্ষকে কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। তারা ‘রিভা রাজিয়া, মানি না, মানবো না’, ‘রিভা-রাজিয়ার, বহিষ্কার চাই, করতে হবে’, ‘রিভা রাজিয়ার ঠিকানা, ইডেনে হবে না’, ‘রিভা-রাজিয়া, ইডেন কলেজের লজ্জা’ ইত্যাদি স্লোগান দেন।
জানা গেছে, শনিবার রাতে হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। হলে ছাত্রলীগের সিট বাণিজ্য নিয়ে গণমাধ্যমে কথা বলায় ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার তোপের মুখে পড়েন সংগঠনটির কলেজ ছাত্রলীগ সহসভাপতি জান্নাতুল ফেরদৌস। শনিবার রাত ১১টার দিকে এ ঘটনার সূত্রপাত হয়। যা চলতে থাকে দীর্ঘ সময়। সেই রেশ ধরে আজ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সংঘর্ষ চলতে থাকে।