ইনজেকশন নেওয়ার ভয় ছিল, তবে আজ ব্যথা পাইনি
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক আজ বুধবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার টিকা নিয়েছেন। টিকা নেওয়ার পর সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী বলেন, ইনজেকশন নেওয়ার ভয় ছিল। তবে আজ টিকা নেওয়ার সময় কোনো ধরনের ব্যথা পাইনি।
আইনমন্ত্রী বলেন, ‘টিকা নিলে আমরা মহামারি থেকে কিছুটা রক্ষা পাব। সেজন্য দেশবাসীর প্রতি আমার অনুরোধ রইল—সবাই টিকা নিন।’
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধা খেতাব বাতিলের বিষয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘যদি কেউ মুক্তিযোদ্ধা হন তাহলে তার মুক্তিযোদ্ধা খেতাব থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এমন যদি হয় যে, কেউ মুক্তিযোদ্ধা নাম ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনাকে নষ্ট করেছেন। তার খেতাব থাকার কোনো অধিকার আছে কি না, এই প্রশ্ন আমি দেশবাসীর কাছে রেখে গেলাম। দেশের মানুষ এটা চিন্তা করে দেখবেন।’