ইন্টারনেটের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের
ময়মনসিংহের ভালুকায় উপজেলায় ওয়াই ফাইয়ের লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। গতকাল শুক্রবার রাতে উপজেলার জামিরদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন ইন্টারনেট ব্যবসায়ী অমিত (২৭) ও ওই গ্রামের বাসিন্দা আলফাজ (৩০)। অমিতের বাড়ি বরিশাল জেলায়।
এলাকাবাসী জানান, গতকাল রাতে ইন্টারনেট ব্যবসায়ী অমিত ও আলফাজ ওয়াই ফাই লাইনে কাজ করতে গিয়ে টিনসেট একটি বাড়ির চালে ওঠে। ওই ঘরের উপর দিয়ে পল্লিবিদ্যুতের লাইনের তার টানানো ছিল। তার লিক হয়ে টিনের ঘরটি বিদ্যুতায়িত অবস্থায় ছিল। যখনই তারা টিনের চালায় ওঠে তখন তরা বিদ্যুৎস্পৃষ্ট হন। তদের উদ্ধারের জন্য আলফাজের বাবা আলী হোসেন চালায় উঠলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের চিৎকারে এলাকাবাসী এসে তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠায়। সেখানে অমিত ও আলফাজ মারা যান। আলী হোসেন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পল্লিবিদ্যুৎ কর্তৃপক্ষ নিহত আলফাজের বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগ মামলা করেছে। আজ দুপুর একটা পর্যন্ত লাশ মর্গে রয়েছে।