ইফতারি পণ্য নিয়ে অসহায় মানুষের পাশে বিজিবি
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৯ ময়মনসিংহ ব্যাটালিয়নের উদ্যোগে দুই শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ইফতারি পণ্য বিতরণ করা হয়েছে।
বিজিবির মাল্টিপারপাস ড্রিল শেড মাঠে আজ রোববার (২৬ মার্চ) বিকেলে এই ইফতারি পণ্য ও রাতের খাবার বিতরণ করা হয়।
বিজিবি ৩৯ ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় এসব ইফতারি পণ্য সামগ্রী ও রাতের খাবার বিতরণ করেন সেক্টর সদর দপ্তরের কমান্ডার কর্নেল মো. মাহমুদুর রহমান ও ব্যাটালিয়ন অধিনায়ক ল্যাফটেনেন্ট কর্নেল মো. ইসমাইল হোসেন।
এ সময় সেক্টর সদর দপ্তর ও ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইফতারি পণ্য বিতরণ ও রাতের খাবার কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান বিজিবির কর্মকর্তারা।