ইভ্যালিকাণ্ড : জামিন পেলেন তাহসান
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম আজ বুধবার ঢাকার এ আদেশ দেন।
আদালতের সাধারণ নিবন্ধন (জিআর) শাখার মুনশি মোহাম্মদ কামরুল এ তথ্য এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।
মোহাম্মদ কামরুল বলেন, ‘আজ ঢাকার চিফ মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট আদালতে অভিনেতা তাহসান খান আইনজীবীর মাধ্যমে হাজির হয়ে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিচারক জামিনের আদেশ দেন।’
এর আগে গত ২০ জানুয়ারি তাহসানের ছয় সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। এরপর ৩ ফেব্রুয়ারি অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা এবং ৬ ফেব্রুয়ারি অভিনেত্রী শবনম ফারিয়া স্থায়ী জামিন পান। গত বছরের ১৩ ডিসেম্বর শবনম ফারিয়ার আট সপ্তাহের জামিন মঞ্জুর করেন উচ্চ আদালত। ওইদিন মিথিলাও আট সপ্তাহের জামিন পান।
নথি থেকে জানা গেছে, তাহসান, মিথিলা ও শবনম ফারিয়া ইভ্যালির বিভিন্ন দায়িত্বে ছিলেন। তাঁদের উপস্থিতি এবং তাঁদের বিভিন্ন প্রমোশনাল কথাবার্তার কারণে আস্থা রেখে বিনিয়োগ করেন সাদ স্যাম রহমান। এসব তারকার কারণে মামলার বাদী প্রতারিত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।