ইভ্যালির রাসেল-শামীমাকে নেওয়া হচ্ছে র্যাব সদর দপ্তরে
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল এবং তাঁর স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বিকেলে তাদেরকে রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-২-এর অপারেশন অফিসার ফজলুর রহমান এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এখন র্যাব সদর দপ্তরে নেওয়া হচ্ছে। এরপর আদালতে পাঠানো হবে।
কোন মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে- এমন প্রশ্নে ফজলুর রহমান বলেন, ‘সম্প্রতি গুলশান থানায় করা প্রতারণা ও হত্যার হুমকির মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।’
এর আগে বিকেল ৪টার দিকে র্যাব সদস্যরা মোহাম্মদপুরের সৈয়দ রোডের বাসায় অভিযান শুরু করেন। অভিযান শুরুর পর ইভ্যালির প্রতারণার শিকার ভুক্তভোগীরা সেখানে ভিড় জমানো শুরু করেন। এ তথ্য জানার পর গণমাধ্যমকর্মীরা সেখানে ছুটে যান।
অভিযান শুরুর পর ফজলুর রহমান বলেছিলেন, ৪টার দিকে ওই অভিযান শুরু হয়। গোয়েন্দাসহ অন্যরা বাসার ভেতরে রয়েছে। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
এর আগে বুধবার দিবাগত রাতে রাজধানীর গুলশান থানায় একজন গ্রাহক রাসেল ও শামীমা নাসরিনের বিরুদ্ধে প্রায় সোয়া তিন লাখ টাকা প্রতারণা, আত্মসাৎ ও হত্যার হুমকির অভিযোগে মামলা করেন। এর পরই এই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে গত মঙ্গলবার দেশের ১০টি ই-কমার্স প্রতিষ্ঠানের অনিয়মের বিষয়ে তদন্তের পর বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বাধীন আন্তমন্ত্রণালয় কমিটি জানায়, ইভ্যালির বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে তারা।