ইভ্যালির রাসেল-শামীমা গ্রেপ্তার : বাসার সামনে গ্রাহকদের ভিড়
রাজধানীর গুলশান থানায় দায়ের করা অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল এবং তাঁর স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ বৃহস্পতিবার বিকেলে র্যাব সদস্যরা মোহাম্মদপুরের সৈয়দ রোডের অভিযান শুরু করে। তারপরই দুজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানের খবর পেয়ে রাসেলের সামনে ভিড় জমান গ্রাহকরা।
এ সময়ে একজন গ্রাহক বলেন, আমরা লাখ লাখ গ্রাহক রয়েছি। আমরা মামলা করেনি। মামলা করে কী আমাদের টাকা পাব? তারা কিছুদিন সময় চেয়েছিল। সময় দিলে তারা টাকা ফেরত দিত।
আরেকজন গ্রাহক বলেন, ‘এর আগে অনেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তু তাদের থেকে কোনো টাকা পাওয়া যায়নি। আর যে দুজন গ্রাহক মামলা করেছেন, এটা তাদের ব্যাপার। তাদের গ্রেপ্তার করলে আমরা টাকা পাব না।’
এর আগে র্যাব-২ এর অপারেশন অফিসার ফজলুর রহমান অভিযানের বিষয়ে এনটিভি অনলাইনকে বলেন, ৪টার দিকে ওই অভিযান শুরু হয়। অভিযান শেষে এ ব্যাপারে ব্রিফ করা হবে বলে জানান তিনি।
রাজধানীর গুলশান থানায় একজন গ্রাহক রাসেল ও তাঁর স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে প্রায় সোয়া তিন লাখ টাকা প্রতারণা ও আত্মসাতের মামলা করেন। এর পরই এই অভিযান ও গ্রেপ্তারের তথ্য এল।
এর আগে গত মঙ্গলবার দেশের ১০টি ই-কমার্স প্রতিষ্ঠানের অনিয়মের বিষয়ে তদন্তের পর বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বাধীন আন্তমন্ত্রণালয় কমিটি জানায়, ইভ্যালির বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে তারা।