ইরফান সেলিমকে অব্যাহতির সুপারিশ করে অভিযোগপত্র দাখিল
অস্ত্র ও মাদক মামলায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে বরখাস্ত হওয়া কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিমের বিরুদ্ধে যে অভিযোগে মামলা করা হয়েছিল, তদন্তে তার যথাযথ প্রমাণ পাওয়া যায়নি। ফলে তাঁকে অব্যাহতির সুপারিশ করে দুই মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন আজ সোমবার দুপুরে এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।
তবে, ইরফান সেলিমের দেহরক্ষী জাহিদুল মোল্লাকে অভিযুক্ত করে দুই মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ওয়ালিদ হোসেন।
একইসঙ্গে গ্রেপ্তার করা হয় ইরফান সেলিম ও তাঁর দেহরক্ষীকে। র্যাবের অভিযোগ ছিল, অস্ত্রসহ দুজনকে গ্রপ্তার করা হয়েছে। তবে একজনকে অব্যাহতি দিয়ে আরেকজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র কেন—এমন প্রশ্নে ডিসি মিডিয়া বলেন, ‘র্যাব অস্ত্র, মাদকসহ জব্দ করা যে তালিকা জমা দিয়েছিল, সেখানে কোথাও বলা হয়নি এরফানের কাছেই অস্ত্র পাওয়া গেছে। এমনকি সেখানে বলা হয়নি যে এরফানের দেওয়া তথ্য অনুযায়ী অস্ত্র বা মাদক উদ্ধার করা হয়েছে। এমনকি ওই জব্দ তালিকায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরও ছিল না। এ ছাড়া ওই ব্যাপারে ম্যাজিস্ট্রেটের বক্তব্যও পাওয়া যায়নি। ফলে সন্দেহাতীতভাবে তাঁর (এরফানের) বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা যায়নি। তবে তাঁর সহযোগীর বডিতেই মাদক পাওয়া গেছে বলে র্যাব জানিয়েছে। ফলে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা গেছে।'
এদিকে আজ সোমবার মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পরিদর্শক (অপারেশন) মুহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘আমরা তদন্তে নেমে ইরফান সেলিমের বিরুদ্ধে অভিযোগ চূড়ান্তভাবে প্রমাণ করতে পারিনি। ফলে তাঁকে অব্যাহতি দিয়ে চার্জশিট প্রস্তুত করে আজ আদালতে জমা দিয়েছি। আর তাঁর সহযোগীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা গেছে।’