ইলিশ ধরায় ৪ জেলেকে ৩ দিনের কারাদণ্ড
সিরাজগঞ্জ সদরে নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে মা ইলিশ ধরার অপরাধে চার জেলেকে তিন দিনের করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার বেলা ১১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক এ দণ্ড দেন। এ সময় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত জেলেদের সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। তাঁরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার পাঁচঠাকুরী গ্রামের হামিদুল ইসলামের ছেলে রতন ইসলাম, একই গ্রামের সোনাউল্লাহর ছেলে জাহাঙ্গীর হোসেন, আব্দুস সালামের ছেলে আরিফুল ইসলাম ও ভাটপিয়ারী গ্রামের জুড়ান আলীর ছেলে মান্নান তালুকদার।
সিরাজগঞ্জ সদর নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, মা ইলিশ রক্ষায় যমুনা নদীতে ২২ দিন অভিযান অব্যাহত থাকবে। এরই ধারাবাহিকতায় আজ সকালে যমুনা নদীতে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে চার জেলেকে আটক করা হয়।
এ সময় মাছ ধরার কাজে ব্যবহৃত ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে সামনে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেককে তিন দিন করে কারাদণ্ডাদেশ দেন। পরে জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়।
ওসি আরও জানান, অভিযানে পাঁচ কেজি মাছ জব্দ করা হয়। মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
অভিযানে কাজীপুর উপজেলা মৎস্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।