ইশরাকের প্রিজনভ্যানে হামলা, ১২ জন রিমান্ডে
বিএনপিনেতা প্রকৌশলী ইশরাক হোসেনকে কারাগারে নেওয়ার সময় প্রিজনভ্যানে হামলা চালানোর অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ১২ জন নেতাকর্মীকে একদিন করে রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া ছয়জনের রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই আদেশ দেন। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মাহমুদুর রহমান বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করে বলেন, আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপির ১৮ নেতাকর্মীকে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন কোতোয়ালি থানা পুলিশ। সে আবেদনের প্রেক্ষিতে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল পূর্বক জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নাকচ করে ১২ আসামিকে একদিনের রিমান্ডের আদেশ দেন। এছাড়া অপর ছয় আসামির রিমান্ড নাকচ করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিচারক।
রিমান্ডকৃত আসামিরা হলেন-মনিরুজ্জামান মনি ওরফে মনির মাতব্বর, মো. রাসেল, মো. আলাউদ্দিন, ইমতিয়াজ হাসান জনি, ওবায়দুর রহমান পারভেজ, মো. ওলি, সোয়েব হোসেন, মো. ইমরান, শহিদুল হক ওরফে শহিদুল্লাহ, মো. সেন্টু ও কুতুব উদ্দিন মন্ডল ও আব্দুর রব। অপরদিকে ইমরান হোসেন মাসুদ, গোলাম মোস্তফা পিয়ার, আশরাফ উদ্দিন, শাকিল আহম্মেদ মিলন, মো. মাসুদ ও ইব্রাহীমকে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে প্রিজনভ্যানে হামলার ঘটনায় গতকাল বুধবার রাজধানীর কোতোয়ালি থানায় উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। সে মামলায় ৮৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০০-২৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।