ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ সোমবার দিনব্যাপী শোভাযাত্রা, আলোচনা সভা, কেককাটাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীরা।
দিবসটি উপলক্ষে আজ সোমবার বেলা ১১টায় ইবির প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বাদ্যযন্ত্রের তালে তালে ক্যাম্পাস চত্বর প্রদক্ষিণ শেষে বাংলা মঞ্চে এসে আলোচনা সভায় মিলিত হয়।
৪৩তম ইবি দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন উপউপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভুঁইয়া। আলোচনা সভা শেষে কেক কেটে ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত করেন অতিথিরা।
এ ছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনভর বাংলা মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।