ইসি আবারও প্রমাণ করল তারা সরকারের আজ্ঞাবহ : রিজভী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০টি আসনে ইভিএম দেওয়ার ঘোষণায় নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘নির্বাচন কমিশন যে শেখ হাসিনা সরকারের আজ্ঞাবহ, তা আবারও প্রমাণ করেছে।’
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে রিজভী এ সব কথা বলেন। চা শ্রমিকদের দাবিকৃত দৈনিক ৩০০ টাকা মজুরি, আবাসন, খাদ্য, স্বাস্থ্য, শিক্ষাসহ মৌলিক অধিকারের দাবিতে আন্দোলন ও কর্মবিরতির প্রতি সংহতি জানিয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রিজভী বলেন, ‘ক্ষমতায় টিকে থাকতে সরকার কেন বিদেশিদের কাছে সহযোগিতা চাচ্ছেন, সেটা আবারও গতকাল প্রমাণ করেছে নির্বাচন কমিশন।’
রিজভী বলেন, ‘প্রথমেই আমরা বলেছি, এই সরকার যেখানে যাকে নিয়োগ করবে, তাদের পরিচয় যা-ই হোক, তাদের অন্তর ছাত্রলীগ–যুবলীগ। যুবলীগ, ছাত্রলীগের অন্তর থাকার কারণে গণভবন থেকে যে নির্দেশনা আসবে, তার বাইরে তাঁরা যাবেন না।’
বিএনপির এই নেতা বলেন, ‘আমরা বলেছি, এই নির্বাচন কমিশন শেখ হাসিনার আজ্ঞাবহ। সুষ্ঠু নির্বাচন করার ক্ষমতা এই নির্বাচন কমিশনের নেই। সেটা তিনি নিজেই আবার প্রমাণ করলেন।’ তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে সঙ্গে যে সংলাপ করেছিলেন, সেখানে অধিকাংশ দল ইভিএমের বিপক্ষে কথা বলেছিল। কিন্তু, গতকাল তিনি বললেন, ১৫০টি আসনে ইভিএম ব্যবহার হবে। তাহলে কিসের জন্য এই সংলাপ?’