ই-কমার্স আদিয়ান মার্টের সিইওসহ তিনজন রিমান্ডে
ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের সিইও জুবায়ের সিদ্দিকসহ তিনজনকে তিন দিন করে রিমান্ড দিয়েছেন চুয়াডাঙ্গার একটি আদালত। আজ মঙ্গলবার চুয়াডাঙ্গার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (প্রথম আদালত) মানিক দাস এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী বদর উদ্দিন এ বিষয়ে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের সিইও জুবায়ের সিদ্দিকসহ চারজনকে হাজির করে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে বিচারক আদিয়ান মার্টের সিইও জুবায়ের সিদ্দিক, এমডি মাহমুদ সিদ্দিক ও ব্যবস্থাপক মিনারুল ইসলামকে তিনদিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন। তবে অপর আসামি আদিয়ান মার্টের উপদেষ্টা আবু বকর সিদ্দিকের রিমান্ড নাকচ করে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন।’
আসামিপক্ষের আইনজীবী বদর উদ্দিন আরও বলেন, ‘এদিন আসামিদের পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী তালিম হোসেন, আকবর আলী ও বদর উদ্দিন।’
নথি থেকে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রামের আতিকুর রহমান উজ্জ্বল বাদী হয়ে গত ২৯ অক্টোবর চুয়াডাঙ্গা সদর থানায় চারজনকে আসামি করে একটি প্রতারণার মামলা করেন। মামলায় ১৮ লাখ ৫২ হাজার ৪৮০ টাকা নিয়ে পণ্য না দেওয়ার অভিযোগ আনা হয়।
এ মামলার পরে র্যাব-৬ (ঝিনাইদহ) ওইদিন রাতেই আসামিদের চুয়াডাঙ্গা ও খুলনা থেকে গ্রেপ্তার করে।