ঈদের আনন্দে রাজধানীর বিনোদনকেন্দ্রে আজও ভিড়
ঈদুল ফিতরের চতুর্থ দিনে রাজধানীর সংসদ ভবনের সামনে ঘুরতে বেড়িয়েছেন দর্শনার্থীরা। এছাড়া রাজধানীর বিমান বাহিনী জাদুঘর, শিশুমেলা, হাতিরঝিল, চন্দ্রিমা উদ্যান, বিরুলিয়া ব্রিজের সামনেও ঈদের আনন্দ উপভোগ করছে মানুষ।
আজ শুক্রবার বিকেলে সরেজমিনে গিয়ে এ চিত্র দেখা গেছে। সংসদ ভবনের সামনে দেখা গেছে, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আগমনে সেখানে পরিণত হয়েছে এক মিলন মেলায়।
সেখানে গাফফার হোসেন নামের এক দর্শনার্থী বলেন, ঈদের কয়দিন রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরেছি। কিন্তু আজ সংসদ ভবনের সামনে এসে ভালো লাগছে। এখানে খোলামেলা জায়গা ও পরিবেশটা খুব সুন্দর। বিগত বছর বাড়িতে যাওয়া হয়। কিন্তু সম্প্রতি মা মারা যাওয়ার কারণে গ্রামের বাড়িতে আর কেউ নেই। তাই ঢাকায় ঈদ করেছি। তবে মন পরে রয়েছে গ্রামে। কিন্তু আজ এখানে এসে একটু ভালো লাগছে।
সীমা আক্তার নামে একজন বলেন, ঈদের ছুটি কাটিয়ে আজ ভোরে ঢাকায় এসেছি। আজ সাপ্তাহিক ছুটির কারণে বেড়াতে আসা। আগামীকাল থেকে আবার কর্মব্যস্ত জীবন শুরু। শিশুদের আবদার মেটানো জন্য এখানে এসেছি। এখানে প্রাকৃতিক বাতাস পেয়ে খুব ভালো লাগছে।
সংসদ ভবনের সামনে কাঁচা আম ও পেয়ারা ভর্তা বিক্রি করা হাসেম বলেন, ঈদের মধ্যে ব্যবসা ভালোই হয়েছে। সব সময় সংসদ ভবনের সামনে বিক্রি করেছি। আজ শুক্রবার হওয়ায় অনেক লোক এসেছে। এবার ঈদে ব্যবসা ভালোই হয়েছে।
মিজান নামের আরেক দর্শনার্থীর সাথে কথা হয় বিরুলিয়া ব্রিজের সামনে। তিনি বলেন, রাজধানী ঢাকায় কোলাহলপূর্ণ। তাই প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য বিরুলিয়ায় এসেছি। এখানে পরিবেশটা খুব চমৎকার। ঈদের মধ্যে এখানে সব সময় পরিবারসহ বেড়াতে আসি।
আগারগাঁও বিমান বাহিনী জাদুঘরে আজ বিকেলে গিয়ে দেখা যায়, দর্শনার্থীদের প্রচুর ভিড়। সেখানে অনেক পুরোনো বিমান দেখা ও বিমানের ভেতরে বসা, বিভিন্ন রাইডসে ওঠাসহ খোলা মাঠে বসে মুক্ত বাতাস খাওয়ার সুযোগ থাকায় এখানে আসা বিভিন্ন বয়সী দর্শনার্থীরা বেজায় খুশি।
বিমান বাহিনী জাদুঘরে ঘুরতে আসা দর্শনার্থী আরাফাত রহমান বলেন, ঈদের ছুটিতে সপরিবারে বেড়ানোর মতো জায়গা রাজধানীতে খুব বেশি নেই। তাই ঈদের আনন্দ উপভোগ করতে এখানে সপরিবারে ঘুরতে এসেছি। আমার বাসা যেহেতু মিরপুরে। তাই আসাও সহজ। আবার ভেতরের জায়গাটাও অনেক নিরিবিলি। প্রাকৃতিক পরিবেশে বেড়ানোর খুব ভালো জায়গা এটি। সুযোগ পেলে শিশুদের নিয়ে আমরা মাঝেমাঝেই আসি।