ঈদের ছুটিতে পর্যটকদের ঢল নামবে বান্দরবানে
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানে ঈদের লম্বা ছুটিতে পর্যটকদের বরণে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ইতোমধ্যে ব্যাপক পর্যটন সমাগমের সম্ভাবনায় জেলার দর্শনীয় পর্যটন স্পট, আবাসিক হোটেল, মোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং নতুন সাজে সাজানোর কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
অপরদিকে পর্যটকদের নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও।
অপার সম্ভাবনাময় পাহাড়ের রূপের রানি খ্যাত বান্দরবান জেলায় রয়েছে চোখ জুড়ানো সব সৌন্দর্য। লেকের ওপরে আকর্ষণীয় ঝুলন্ত সেতু, পাহাড়ের চূড়ায় রহস্যময় প্রাকৃতিক বগা লেক, নাফাকুম, জাদীপাই, দামতুয়া, বাকলাই, রিজুক, তিনাপ সাইতারসহ অসংখ্য ঝরনাধারা, রহস্যে ঘেরা দেবতাকুম, রেমাক্রী, আন্ধারমানিক, আলীর সুরঙ্গের মতন প্রাকৃতিক সৌন্দর্য। এছাড়াও প্রকৃতির শৈল্পিক ছোঁয়ায় সাজানো দর্শনীয় স্থান নীলাচল, বাংলার দার্জিলিং খ্যাত চিম্বুক, নীলগিরি, নীলদিগন্ত, তমাতুঙ্গী, ডিম পাহাড়, মেঘলা, প্রান্তিকলেক, বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান স্বর্ণমন্দির, রামাজাদী, গৌতম বুদ্ধের মূর্তি, শৈলপ্রপাত, পাহাড়ের ভিতরে তৈরি টার্নেলসহ দৃষ্টিনন্দন সব পর্যটন স্পট।
এদিকে প্রতিবছর ঈদ এলে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বান্দরবান। পর্যটকের ঢল নামে দর্শনীয় সব পর্যটন স্পটগুলোতে। এবারও তার ব্যতিক্রম হবে না বলে প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্টদের। ঈদের টানা ছুটিতে পর্যটকদের বরণ করতে ইতোমধ্যে হোটেল, মোটেল ও রেস্তোরাঁগুলোতে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। একই সঙ্গে সাজানো হচ্ছে নতুন সাজে, চলছে রঙের কাজ। নেওয়া হচ্ছে রুম বুকিংও।
বান্দরবান হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, বর্তমানে বান্দরবানে পাঁচ হাজারের অধিক পর্যটক ধারণ ক্ষমতা রয়েছে। টানা ছুটির কারণে এরইমধ্যে জেলার হোটেল, মোটেল ও রিসোর্টগুলোর প্রায় ৬০ শতাংশ কক্ষ আগাম বুকিং নিয়ে রেখেছেন ভ্রমণপ্রত্যাশীরা। এছাড়া নির্ধারিত মূল্যের চেয়ে যাতে বেশি রুম ভাড়া নিতে না পারে, সেজন্য মনিটরিং টিম পরিচালনা করা হবে।
বান্দরবান টুরিস্ট পুলিশের এসপি আব্দুল হালিম জানান, টানা ছুটিতে বান্দরবানে প্রচুর পর্যটক আগমনের সম্ভাবনা রয়েছে। তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবান টুরিস্ট পুলিশের সব কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবান জেলা টুরিস্ট পুলিশ সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।
জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, পর্যটকদের বরণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঈদে বাড়তি চাপে যাতে কোনো ধরনের পর্যটক হয়রানির ঘটনা না ঘটে, সেদিকে সকলকে সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে পর্যটন স্পটগুলো নতুনভাবে সাজানো গোছানো হচ্ছে। পর্যটকদের সুবিধার্থে নতুন নতুন পর্যটন স্পট খুঁজে বের করা হচ্ছে।