ঈদের ছুটিতে ফাঁকা হাতিরঝিল
রাজধানীর হাতিরঝিল। ঈদুল ফিতরের দ্বিতীয় দিন। সাধারণত স্বামী-স্ত্রী, প্রেমিক-প্রেমিকা, কিংবা অন্য বয়সী মানুষ বিনোদনের জন্য এখানে ঘুরতে আসেন। কিন্তু, আজ রোববার সকালে দেখা গেল ভিন্ন দৃশ্য।
পুরো হাতিরঝিলের লেকপাড় চক্কর দিয়ে খুব কম মানুষ দেখা গেছে। গাড়িঘোড়ার আনাগোনাও কম। তবে, লেকের ওয়াটার ট্যাক্সিতে কিছু মানুষকে ঘুরতে দেখা গেছে।
আজ রোববার বেলা ১১ টার দিকে হাতিরঝিলের পাড় ঘুরে এ দৃশ্য দেখা যায়।
কথা হয় শহিদ রহমান ও লাবণ্য আক্তারের সঙ্গে যারা সকালে বাসা থেকে বের হয়ে ঘুরতে আসেন হাতিরঝিলে। শহিদ বলেন, ‘আমরা ঘুরতে এসে দেখলাম, আমরাই কেবল আছি। আর কেউ নেই।’ পাশে থাকা লাবণ্যও বলছিলেন, ‘তবে, ফাঁকা হওয়াতে খারাপ লাগছে না। বরং, ভালো লাগছে। আমরা গত ঈদের দ্বিতীয় দিনও এখানে এসেছিলাম। কিন্তু, এতো ফাঁকা দেখিনি।’
এদিকে নিজের ছোট্ট শিশুকে নিয়ে হাতিরঝিল এসেছেন শাহিন হোসেন। তিনি বলেন, ‘হাতিরঝিলের এফডিসি মোড়ের ঘাট থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত নৌকায় করে যাব। ছেলে নৌকায় উঠতে চেয়েছে। ভালোই লাগছে। পুরো ফাঁকা লেকপাড়ের মাঝ দিয়ে আমরা যাব।’
ফরিদ কবির, তিনি একজন গাড়িচালক। এর আগে কখনোই তিনি এতো ফাঁকা হাতিরঝিল দেখেননি। তাই পুরো হাতিরঝিলের পাড়ের রাস্তা দিয়ে তিনি এর সৌন্দর্য উপভোগ করেছেন। ফরিদ কবির বলেন, ‘পুরো হাতিরঝিল চক্কর দিলাম। ভালোই লাগল। মনে হচ্ছে, আরও একবার পাক দিয়ে আসি।’
আলতাফ হোসেন তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে এসেছেন হাতিরঝিলে। তিনি বলছিলেন, ‘ফাঁকা হাতিরঝিলের অন্যরকম এক সৌন্দর্য রয়েছে। এই দৃশ্য সন্ধ্যায় হলে আরও ভালো লাগত।’