ঈদের ছুটি বাড়ল আরও একদিন
দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। এবারের ঈদে সরকারি কর্মজীবীরা কয়দিন ছুটি পাবে, তা নিয়ে ছিল নানা প্রশ্ন। তবে, তা দূর হলো এবার। আগামী বৃহস্পতিবার (২০ এপ্রিল) ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপণ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ মঙ্গলবার (১১ এপ্রিল) এই প্রজ্ঞাপণ জারি করা হয়।
আগামী ২২ এপ্রিল (শনিবার) ঈদুল ফিতরের আনুমানিক তারিখ ধরে ছুটির তালিকা তৈরি করে সরকার। সে অনুযায়ী, শুরুতে যে তিন দিন ছুটি ছিল, এর মধ্যে শুক্র ও শনিবার পড়ে যাচ্ছিল। অর্থাৎ, সরকারি চাকুরেদের ঈদের ছুটির তিন দিনের দুদিনই পড়ে যাচ্ছিল সাপ্তাহিক ছুটির দিনে।
ঈদুল ফিতর ও শবে কদরের মাঝখানে আগামী ২০ এপ্রিল সরকারি অফিস খোলা ছিল। কিন্তু, গতকাল অর্থাৎ, সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এবার ঈদের ছুটির সঙ্গে ওইদিন বাড়তি একদিন সাধারণ ছুটির অনুমোদন দেওয়া হয়।
এর আগে গত সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে ২০ এপ্রিল ছুটি দেওয়ার সিদ্ধান্তের কথা জানান। আর আজ ২০ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপণ জারি করল মন্ত্রণালয়।