ঈদের ছুটি শেষে আদালতে নেই কর্মচাঞ্চল্য
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে সপ্তাহের প্রথম কর্মদিবস আজ মঙ্গলবার। তবে, আদালত তার চিরচেনা কর্মব্যস্ততা এখনও ফিরে পায়নি।
আজ ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম), ঢাকার মহানগর দায়রা জজ, জেলা জজ ও ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে গিয়ে দেখা গেছে—আইনজীবী, বিচারপ্রার্থী ও কর্মচারীদের সংখ্যা খুবই কম।
আইনজীবী আবুল কালাম আজাদ জানান, চার দিনের ঈদের ছুটির পর আজ প্রথম আদালত খুলল। আদালতে আজ বিচারপ্রার্থী ও আইনজীবীর সংখ্যা খুবই কম। সকালে অনেকে এলেও আবার কাজ শেষে বাসায় ফিরে গেছেন। তবে, আগামী রোববার থেকে ঢাকার আদালতে ভিড় হতে পারে বলে জানান তিনি।
মাসুম নামের এক ব্যক্তি বলেন, ‘আজ ঈদের পর প্রথম দিন খোলা থাকায় মামলার হাজিরা দিতে এসেছি। আমি একটি চেকের মামলার বাদী। তবে, আদালতে আজ লোক খুব কম। অল্প সময়ের মধ্যে আদালতে কাজ শেষ করে এখন বাসায় ফিরে যাচ্ছি।
অ্যাডভোকেট এম এ কালাম খান বলেন, ঈদুল আজহার ছুটি শেষে আজ প্রথম কর্মদিবস হওয়ায় গতকাল মানিকগঞ্জ থেকে ঢাকায় এসেছি। তবে, আদালতে এখনও পুরোদমে কর্মব্যস্ততা শুরু হয়নি। এ ছাড়া আদালতে অনেক বিচারক ও স্টাফ ছুটিতে রয়েছে বলে জানান তিনি।
আদালতের বেঞ্চ সহকারী জহুরুল বলেন, আদালতের প্রথম কর্মদিবসে বিচারপ্রার্থী ও আইনজীবী অনেক কম এসেছেন। তবে, কিছু কিছু আদালতের বিচারক ও কর্মচারীরা আজও ছুটিতে আছেন। আগামী রোববার থেকে আদালতে পুরোদমে কর্মচাঞ্চল্য ফিরে পাবেন বলে জানান তিনি।