ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি
আহরাব হোসেন ঈদের দিন রাজধানীর গাবতলী পশুর হাট থেকে একটি গরু কেনেন। সেই গরু আজ সোমবার তিনি আল্লাহুর সন্তুষ্টির জন্য কোরবানি দিয়েছেন।
আহরাব রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগান থাকেন। শুধু আহরাব নন, এমন বহু মানুষ ঈদুল আজহার পরদিন পশু কোরবানি করেছেন।
রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। তবে, ঈদের দিনের সঙ্গে তুলনা করলে এ সংখ্যা নগন্য।
আহরাব চেয়েছিলেন ঈদের দিনেই কোরবানি করতে। কিন্তু, তিনি গরু কিনতে পারেননি। কারণ, ঈদের আগের দিন পর্যন্ত গরুর চড়া দাম ছিল। তিনি ভেবেছিলেন, ৬০ হাজার টাকার মধ্যে গরু কিনবেন। কিন্তু, হিসাব মিলছিল না।
আহরাব হোসেন বলছিলেন, ‘ঈদের আগেও গরুর হাটে গিয়েছিলাম। কিন্তু, দামে হয়নি বলে কিনিনি। ঈদের দিন দুপুরের পর গাবতলীর হাটে গিয়ে গরু কিনি ৪৭ হাজার টাকায়। অথচ, আমার কেনা এ গরুটির দাম আগে ৬০ হাজার টাকা বলেছিলাম। কিন্তু, ব্যবসায়ী তখন দেয়নি। একই গরু আরও ১৩ হাজার কমে কিনলাম।’
‘আজ সোমবার কোরবানি করেছি। কাটোয়ারও পেয়েছি কম দামে। সবই স্বস্তিমতো করছি’, যোগ করেন আহরাব।
রাজধানীর কাঁঠালবাগানের বাসিন্দা শাহীন হোসেন। তিনিও আজ কোরবানি দিয়েছেন। বলছিলেন, ‘গতকাল গরু কেটে দেওয়ার লোক পাইনি। তাই আজ করেছি। কাল একটু খারাপ লাগছিল। কিন্তু, আজ মনে হচ্ছে, ভালোই লাগছে। এখন থেকে ঈদের পরদিনই কোরবানি দেব বলে ভাবছি।’
গরু কাটাকাটি করা কসাই মিন্টু আহম্মেদ বলছিলেন, ‘গতকাল তিনটি গরু কাটাকাটি করছি। আজ সকাল থেকে দুটি কাটাকাটি করছি। ভালোই লাগছে। দুদিনের অনেক টাকাও আয় হলো।’