ঈদের ভোরে সাপের দংশনে প্রাণ গেল নানি-নাতির
ঝিনাইদহের সদর উপজেলায় সাপের দংশনে নানি ও নাতির মৃত্যু খবর পাওয়া গেছে। আজ বুধবার ভোরের দিকে উপজেলার বেড়বাড়ী গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে।
মৃতরা হলেন উপজেলার বেড়বাড়ী গ্রামের মৃত লুৎফর রহমানের স্ত্রী অতিরন নেছা (৯৫) ও তাঁর নাতি তরিকুল ইসলাম (২২)।
পরিবারের বরাত দিয়ে পাগলাকানাই ইউনিয়ন পরিষদের সদস্য বেড়বাড়ী গ্রামের সোহরাব হোসেন জানান, রাতে একই ঘরের খাটের উপর স্ত্রী-সন্তানসহ ঘুমিয়ে ছিলেন তরিকুল ইসলাম। আর ঘরের কাঁচা মেঝেতে ঘুমিয়ে ছিলেন তরিকুল ইসলামের নানি বৃদ্ধা অতিরন নেছা। আজ ভোরের দিকে একটি বিষাক্ত সাপ প্রথমে তরিকুলকে ও পরে মেঝেতে শোয়া অতিরন নেছাকে দংশন করে। এ সময় তরিকুলের স্ত্রী ব্যাপারটি বুঝতে পেরে চিৎকার দিলে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে আসে।
এ সময় দ্রুত পরিবারের লোকজন তাদের স্থানীয় ওঝাদের কাছে নিয়ে গেলে ভোরে তরিকুলের মৃত্যু হয়। এরপর বৃদ্ধা অতিরন নেছাকে সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ইউপি সদস্য সোহরাব হোসেন আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে সাপটি প্রথমে তরিকুলকে দংশন করে। পরে তিনি পা ঝাড়া দিলে নিচে থাকা বৃদ্ধা অতিরন নেছাকে কামড় দেয়।’