ঈদের শুভেচ্ছা জানালেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশের মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় পিটার হাস বলেছেন, ‘আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক।’
মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘গত এক মাসে বাংলাদেশে চমৎকার অভিজ্ঞতা হয়েছে আমার। এ সময়ের মধ্যে আমি অন্তত ১০টি ইফতার মাহফিলে যোগ দিয়েছি। আর, এগুলোর অসাধারণ বিষয় হলো—আমি বাংলাদেশের সমাজের বিভিন্ন দিকের সঙ্গে পরিচিত হয়েছি।’
পিটার হাস আরও বলেন, ‘একই সঙ্গে এদেশের রাজনীতিবীদ, ব্যবসায়ী নেতা, সুশীল সমাজ ও যুব সমাজের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। তা ছাড়া এসব মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ ও আপনাদের কাছ থেকে রমজানের গুরুত্ব শোনা আমার জন্য এক অসাধারণ অভিজ্ঞতা।’
ঈদের শুভেচ্ছা বার্তায় মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, ‘ত্যাগ ও আত্ম নিবেদনের পরিপ্রেক্ষিতে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন ও সেইসঙ্গে ভাগ্যবিড়ম্বিতদের সঙ্গে আনন্দ ভাগাভাগির অনুভূতিগুলো আমার জন্য সত্যিই অসাধারণ অভিজ্ঞতা। কিন্তু, এ ধরনের প্রত্যেকটি অনুষ্ঠানে রমজানের গুরুত্ব বিষয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশের ধর্মীয় বৈচিত্র্যের গুরুত্বের কথা বিশেষভাবে উঠে এসেছে। সেইসঙ্গে সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীলতার বিষয়টি গুরুত্ব পেয়েছে। আর তাই আমি এ বিষয়টিকে আমাদের এগিয়ে যাওয়ার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা বলে মনে করি। মার্কিন দূতাবাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদ মোবারক। ধন্যবাদ।’