উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হামলায় নিহত ৪
কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে হামলার ঘটনায় চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ১০ থেকে ১২ জন। তাদের মধ্যে চার জনকে রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে এই হামলার ঘটনা ঘটে।
নিহত রোহিঙ্গারা হলেন—মো. ইদ্রীস (৩২), ইব্রাহীম হোসেন (২২), আজিজুল হক (২৬) ও মো. আমীন (৩২)।
রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার (এসপি) শিহাব কায়সার জানান, গতকাল বৃহস্পতিবার রাতে উখিয়া বালুখালী ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে হামলার ঘটনা ঘটে। এ সময় গোলাগুলি এবং ধারালো অস্ত্রের আঘাতে চার রোহিঙ্গা নিহত হন। এ ঘটনায় আহত হয়েছে ১০ থেকে ১২ জন রোহিঙ্গা।
এসপি শিহাব কায়সার আরও জানান, ঘটনার পরই এপিবিএন পুলিশ এবং জেলা পুলিশ বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে নিহতদের উদ্ধার এবং অস্ত্রধারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে।