উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে রোহিঙ্গা স্বেচ্ছাসেবক হত্যা
কক্সবাজারের উখিয়ায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের গুলিতে নুর বশর (৩৫) নামের এক রোহিঙ্গা স্বেচ্ছাসেবক নিহত হয়েছেন। আজ রোববার (৫ ফেব্রুয়ারি) ভোরে উখিয়া উপজেলার কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্প-২ ডব্লিউ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
নিহত নুর বশর একই ক্যাম্পের সি ব্লকের মৃত আব্দুস সালামের ছেলে এবং ক্যাম্পের একজন স্বেচ্ছাসেবক।
ওসি শেখ মোহাম্মদ আলী রোববার সন্ধ্যায় এনটিভিকে জানান, নুর বশর ক্যাম্পের একটি এনজিও অফিসে রাতে পাহারা দিয়ে ভোরে নিজ ঘরে ফেরার সময় দুর্বৃত্তরা গুলি করে। তার মাথা ও পিঠে দুটি গুলি করা হয়েছে। মৃত্যু নিশ্চিত করে হামলাকারীরা পালিয়ে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও আটকে এপিবিএনকে সাথে নিয়ে পুলিশ কাজ করছে।