‘উচ্চশিক্ষিত অনেকের বাসায় মশার প্রচুর লার্ভার অস্তিত্ব পাওয়া যাচ্ছে’
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, উচ্চশিক্ষিত অনেকের বাসায় ডেঙ্গুর জীবাণুবাহী মশার প্রচুর লার্ভার অস্তিত্ব পাওয়া যাচ্ছে, যা দুঃখজনক।
স্থানীয় সরকারমন্ত্রী আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে অনুষ্ঠিত ‘সারা দেশে মশাবাহিত রোগ প্রতিরোধে ১১তম আন্তঃমন্ত্রণালয়’ সভায় এ কথা বলেন।
মো. তাজুল ইসলাম বলেন, সিটি করপোরেশনসহ সবার সম্মিলিত প্রচেষ্টার পরেও ২০২০-এর তুলনায় এবার ডেঙ্গু রোগী বেড়েছে। লকডাউনের কারণে নির্মাণাধীন বাড়ির কাজ বন্ধ থাকা, অনেক নগরবাসীর বাসা খালি রেখে গ্রামের বাড়ি চলে যাওয়া—এবার এডিশ মশা বৃদ্ধির অন্যতম কারণ বলে জানান তিনি।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী বলেন, ‘উচ্চশিক্ষিত অনেকের বাসায় প্রচুর লার্ভার অস্তিত্ব পাওয়া গেছে, যা দুঃখজনক। প্রতিটি মৃত্যুই দুঃখজনক। একটি মৃত্যুকেও ছোট করে দেখার সুযোগ নেই।’
‘২০২০-এর সাফল্যের পর আশা করেছিলাম, এবারও ডেঙ্গু কম হবে, কিন্তু নানা কারণে সেটা হয়নি’, যোগ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী।