উজবেকিস্তানে বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে : বস্ত্রমন্ত্রী
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, ‘তাসখন্দ আন্তর্জাতিক বিনিয়োগ ফোরাম যে সুযোগ তৈরি করেছে, আমি আশা করি, উভয় দেশ এ বিনিয়োগ সুবিধা গ্রহণ করে নিজ নিজ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে যৌথভাবে কাজ করবে।’
উজেবেকিস্তানের রাজধানী তাসখন্দের একটি হোটেলে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। এ সময় উজবেকিস্তানের আইসিটি মন্ত্রী সেরজদ ইচো তু মভিচ শেতমাতভ, সে দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, ‘স্বাধীনতা বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ বীরত্বের ইতিহাস। স্বাধীনতার জন্য শহীদ সব বীর মুক্তিযোদ্ধাদের বাঙালি জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।’
গোলাম দস্তগীর গাজী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীনতা এনে দিতে সারা জীবন সংগ্রাম করেছেন। কিন্তু, বাংলাদেশ স্বাধীনতার পর তিনি দেশকে অর্থনৈতিকভাবে মুক্তি দেওয়ার সময় পাননি। এখন তাঁর অসমাপ্ত কাজটি তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সঙ্গে করে যাচ্ছেন।’
মন্ত্রী বলেন, ‘স্বাধীনতার সুর্বণজয়ন্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত সোনার বাংলা গড়তে দেশের উন্নয়ন কর্মকাণ্ড ও সেবায় নতুন মাত্রা সংযোজন করা হয়েছে।’
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আন্তরিকভাবে বিশ্বাস করে উজবেকিস্তান বাংলাদেশের বন্ধুপ্রতীম দেশ। বাংলাদেশ থেকে উজবেকিস্তানে বস্ত্র ও পাটখাতে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে বিনিয়োগে পরিমান বৃদ্ধি করার সুযোগ রয়েছে।
উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে ‘তাসখন্দ আন্তর্জাতিক বিনিয়োগ ফোরাম’-এ অংশ নিতে বস্ত্রমন্ত্রী সরকারি সফরে তাসখন্দ রয়েছেন। তিনি ২৯ মার্চ দুপুরে দেশে ফিরবেন বলে জানা গেছে।