উত্তরায় বন্ধ ঘরে ঝুলছিল নারীর মরদেহ
রাজধানীর উত্তরা থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দিনগত রাতে মরদেহটি উদ্ধার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। আজ রোববার বিকেলে থানার উপপরিদর্শক (এসআই) শাহীন আল রশিদ এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।
মৃত নারীর নাম মোছা. রিমা খাতুন (২৫) বলে জানিয়েছেন শাহীন আল রশিদ।
এসআই শাহীন বলেন, ‘খবর পেয়ে উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টরের একটি বাসার পাঁচতলা ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আমরা গিয়ে দেখি, ঘরের দরজা বন্ধ। পরে দরজা ভেঙে দেখি, জানালার সঙ্গে ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় মরদেহটি ঝুলছে।
শাহীন আল রশিদ বলেন, ‘কেন এ আত্মহত্যা, তা এখনও জানা সম্ভব হয়নি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
জানা গেছে, রিমা উত্তরা ৭ নম্বর সেক্টর এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড প্যাথলজিতে চাকরি করতেন। তাঁর বাড়ি ঝিনাইদহের মহেশপুর থানার নল বিল পাড়া গ্রামে।