উপনির্বাচনে ভোটার উপস্থিতি তুলনামূলক কম : সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘আজ ৬ আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতির হার তুলনামূলকভাবে কম ছিল। ১৫-২০-২৫ শতাংশ হবে। তবে, এখনই নিশ্চিত করে বলা যাবে না। এটার জন্য আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে।’
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ বুধবার (১ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে সিইসি এ তথ্য জানান।
কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা স্থানীয় প্রশাসন থেকে সার্বক্ষণিক তথ্য নিয়েছি, আমরা টিভি-চ্যানেলগুলোর ওপর সব সময় দৃষ্টি রেখেছিলাম। অনিয়ম বা কারচুপির কোনো উল্লেখযোগ্য তথ্য পাওয়া যায়নি। কোনো টিভি নিউজ বা স্ক্রল হয়নি। ব্রাহ্মণবাড়িয়ার অনলাইন পত্রিকাগুলোর ওপর নজর রেখেছিলাম। সেখানেও বিরূপ কোনো সংবাদ বা তথ্য পরিবেশিত হতে দেখিনি।’
সিইসি বলেন, ‘কমিশনের নিজস্ব যে মনিটরিং কক্ষ রয়েছে, সেখান থেকেও আমরা তথ্য নিয়েছি। তাদের তথ্য হচ্ছে, দু-চারটি জায়গায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। একটি তাজা ককটেল পাওয়া গেছে এবং দু-একটি ককটেল বিস্ফোরিত হয়েছে।’
কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, ‘বলা যায়, ভোটগ্রহণ সাধারণভাবে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। এখন মেশিনের মাধ্যমে ভোট গণনা শুরু হয়েছে। কিছু কিছু জায়গায় হয়তো আধা ঘণ্টা বা ঘণ্টাখানেকের মধ্যে ভোটগ্রহণ শেষ হলে গণনা শুরু হবে। দু-চার ঘণ্টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে দাপ্তরিকভাবে ভোটের ফলাফল ঘোষণা করা হবে।’