উপবৃত্তির টাকায় ঈদের কেনাকাটা করা হলো না তৃপ্তির
তৃপ্তির ইচ্ছে ছিল উপবৃত্তির টাকায় এবারের ঈদের কেনাকাটা করবে। তবে সেই ইচ্ছে আর পূরণ হলো না। পরিবারের অভাব থেকে কলহ, তারপর অভিমানে মৃত্যু। আত্মহত্যা নাকি হত্যা তা নিয়ে অভিযোগ উঠেছে। মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে বাবা মায়ের বিরুদ্ধে।
আজ বুধবার সকালে নাটোরের সিংড়া উপজেলায় নিজ বাড়ি থেকে নুসরাত জাহান তৃপ্তি নামের এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রতিবেশীরা তৃপ্তির বাবা-মাকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশসহ তৃপ্তির বাবা-মাকে প্রতিবেশীদের থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত নুসরাত জাহান তৃপ্তি (২১) ছোট চৌগ্রামের গ্রাম্য চিকিৎসক মো. আওলাদ হোসেন ওরফে তারার মেয়ে এবং সিংড়া গোল-ই- আফরোজ সরকারি অনার্স কলেজের এইচএসসির সদ্য আটো পাসকৃত শিক্ষার্থী ছিলেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-ই-আলম সিদ্দিকী জানান, ঈদে কেনাকাটার জন্য উপবৃত্তির টাকা জমিয়ে রেখেছিলেন তৃপ্তি। কিন্ত অভাবের কারণে সেই টাকা সংসারের কাজে লাগাতে চেয়েছিলেন তৃপ্তির বাবা আওলাদ হোসেন। এ নিয়ে আজ সকালে বাবার সঙ্গে মেয়ে তৃপ্তির কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে বাবা আওলাদ মেয়েকে মারপিট করে চলে যান।
পরে প্রতিবেশীরা ঘরের ভেন্টিলেটর দিয়ে তৃপ্তির ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
তৃপ্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ।