উৎসবমুখর পরিবেশে মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রতিষ্ঠাবার্ষিকীর ২০ বছর উৎসবমুখর পরিবেশে পালন করেছে আওয়ামী মৎস্যজীবী লীগ। এ উপলক্ষে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি।
আজ সোমবার (২২ মে) আওয়ামী লীগের সহযোগী সংগঠন মৎস্যজীবী লীগের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী কর্মসূচির মধ্যে সকালে ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে সর্বস্তরের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর।
শ্রদ্ধা নিবেদন শেষে ১৫ ই আগস্ট এর সকল শহীদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউর সামনে পতাকা বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগে প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ।
এ ছাড়া সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় কার্যালয়সহ সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা করেছে সংগঠনটি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সোবহান গোলাপ।
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন মৎস্যজীবী লীগের কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক জননেতা লায়ন শেখ আজগার নস্কর। এ ছাড়া কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ বক্তব্য দেন।